তপ্ত মরুভূমিতে
ক’ফোঁটা বৃষ্টির জল,
            তৃষ্ণার্ত পথিকের
            তাতে না মেটে তেষ্টা!
মেঘালয়ের পাদদেশে
যখন নামে ঢল,
            মিছে করো বালির
            বাঁধের অপচেষ্টা।


রুক্ষ-তুলায় গড়া
উপাধান নহে ঠিক,
            সুখ-নিদ্রায় আবরিত
            বাহারি ওয়াড়ে!
মিথ্যার জয়োল্লাস
যখন উঠে চার-দিক,
            সত্য লুকায় মিথ্যুকের
            চতুর খোঁয়াড়ে।