হাঁস-ফাঁসাইয়া গরমের দিন
আইলো ভাদ্দর মাস;
তাল পাকাইয়া তালের পিঠা
খাওরে তালের শাঁস!


তাল খাও রসের পিঠায়
নইলে হইব তালকানা;
ভাদ্দর মাসের তালের পিঠার
সুঘ্রাণে হই আটখানা!


কাজের তালে খাবার তালে
হইয়া সবাই উতলা;
তালের তালে ফসল ফলাই
কাজের নাই ঝামেলা!


সবাই খাইলে তালের পিঠা
থাকবেনা তালা-তালি
ভাদ্দর মাসের তাল খাইলে
দূর হইব মনের কালি।