শিশু কালে মাতৃদুগ্ধ
অমৃতোপম লাগে-
দুনিয়ার সব চাওয়া ফেলে
               শুধু দুগ্ধ মাগে!
চোখের আড়াল হতে দেয়না
               করে ডাকাডাকি;
সন্তান রেখে পায়না যেতে
               দিয়ে তারে ফাঁকি।


কিশোর কালে মাতৃসেবা
মায়ের আদর ভাল;
আবেগ ভরে মাকে বলি,-
               ‘ঘর করবো আলো’!
বন্ধু-বান্ধব জোটে অনেক
               প্রেমের মানুষ হয়;
মায়ের নিষেধ মানে না,
               বলে কিসের ভয়?


অবিবাহিত সন্তানের
মা হয় সোনারখনি;
বিয়ে করে মাকে ভুলে
               বৌ চোখেরমণি!
মায়ের রান্নায় লবণ বেশী
               সিদ্ধ কম হয়;
বৌয়ের রান্না অতুলনীয়
               খুউব ভাল কয়।


বৃদ্ধকালে পিতা-মাতা
সন্তানের হয় বোঝা;
কাজের চাপে খবর নেয়না
               হয়না মাতৃপূজা!
কাপড়-চোপড় নষ্ট করে
               হয় যে মতিভ্রম;
আপদটারে দূরে ঠেলে
               পাঠায় বৃদ্ধাশ্রম।