মানুষ, তুমি শান্ত হও,
আবেগ ছুড়ে হও অবনত-
               হিংসা-বিদ্বেষ ঝেড়ে ফেল,
               বাড়াও মৈত্রেয় ব্রত!
অহেতুক কি খেলা-খেল?
শুধু যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ;
               ক্ষুদ্র স্বার্থ হাসিলে বন্ধুর তরে
               হও ভারী ক্রুদ্ধ।


হিংসায় বাড়ে প্রতিহিংসা,
বন্ধুত্বের সূত্র যায় ছিঁড়ে-
               দিন-দিন বাড়ে বিরোধ
               শয়তান বাসা বাঁধে শিরে!
ক্ষমা বন্ধুত্বের হাতিয়ার,
আরও বাড়ায় মিত্রতা;
               ত্রুটি না ধরে সমাধান কর,
               থাকবেনা শত্রুতা।


যে পথ দেয়না শান্তি,
বাড়ায় শুধু দুঃখ-কষ্ট-
               আবেগের তাড়নায় ক্ষণস্থায়ী
               তৃপ্তি করে যে নষ্ট!
বুঝেও বুঝিনা,
শয়তান মাথায় করিলে ভর;
               চিরআপন রক্তের বাঁধন
               ছিন্ন করে হয় পর।


ভেবে দেখ মন, ঝগড়ায়-
কি লাভ হল সেই ক্ষণ?
               বাড়িল তিক্ততা, ঝরিল রক্ত,
               পর হল কত জন!
যুদ্ধ-যুদ্ধ-যুদ্ধ, মতবিরোধ,
ক্ষমতার লোভ বিশ্বসুদ্ধ;
               কলকাঠি নাড়ে যে শয়তান
               তারে ধর, কর রুদ্ধ।