কাব্যবাগের তেজোময় শব্দ-কারিগর-
দক্ষ হাতের বজ্র-লেখনীর সওদাগর;
সব্যসাচী লেখক,
            বাংলা কাব্যাকাশের ধ্রুবতারা!
খসে পড়েছে ভূমিতে,
            আর বাজবে না সেতারা।


তোমার সৃষ্টি রয়ে যাবে মানুষের অন্তরে-
ভালোলাগা টুকু ভালবেসে জড়ায়ে কালান্তরে;
সময় করবে মূল্যায়ন,
            যতটুকু দিয়েছ সবারে-
কবি সৈয়দ শামসুল হক,
            বিনম্র সালাম তোমারে।


(সব্যসাচী লেখক সৈয়দ সামসুল হকের মৃত্যুতে তার প্রতি গভীর শোক প্রকাশে উৎসর্গ।)