ভাবিনি কোনদিন পাবো পাশে
ভাবিনি কোনদিন রবো আশে।
মেঘ না চাইতেই বৃষ্টির মতো-
শুকনো মনের সাগর দিলে ভরি।


হাত দু’খানি মেলে দিলে-
এই অধম-রে বুকে নিলে।
তোমার উদার মনে সেই ক্ষণে
ভালবাসায় দিয়ে দিলে ভরি।


তোমার মনের না বলা কষ্ট গুলো
কষ্টের পাথর ফোটে হোক তুলো।
বুনে নিব তন্তু বানায়ে বসন
পড়ে নিব মোর গায়ে ভরি।


তুমি নিভৃতচারী প্রচার-বিমুখ-
ছন্দ তুলে কবিতায় খুঁজে নাও সুখ।
হারানোর মাঝেও স্মিত হাসিতে
তোমার দর্শনে মন গেল ভরি।


(শ্রদ্বেয় কবিবর অনিরুদ্ধ বুলবুল-কে স্মরণে)