সুখের অসুখ বাঁধিয়াছে তোমার অন্তরে
সহিবারে নাহি পার অবলীলায়;
            সুখের আতিশয্যে বুঝিতে না পার
            কতটুকু পেলে, কতটুকু দিয়েছ বিলায়।


না পাওয়ার হাহাকারে ভারী করেছ হৃদয়
পাওয়ার পাওনাটুকু না খুঁজেই;
            না দেওয়ার দেনাটুকু রয়েছে পাতে
            দিয়েছি সবই-বলেছ না বুঝেই।


বুঝিবে তুমি, বুঝিবে সবই নিদানে
বোঝা-পড়ার বে-হিসেবী খাতাতে;
            বুঝিবে তুমি হারাবে যখন মননে
            অবুঝের বুঝার মনগড়া পাতাতে।


খুঁজিবে তুমি খুঁজিবে আরও হারালে
খোঁজার প্রয়োজনেই খুঁজিবে যারে;
            খুঁজিবে তুমি বুঝিবে যখন অবেলা
            ফিরে আর পাবেনা খোঁজে তারে।


সুখের অসুখ ছাড়িবে তোমার মন হতে
সুখ-অসুখের ব্যবধান বুঝিলে;
            অসুখী-যে সুখের লাগি পথ চেয়ে রয়
            অসুখের সুখ নিজেই খুঁজিলে।