দুরন্ত-গতির ধাবমান চলন্ত ট্রেন-
বাতায়ন পাশে বসি দূর-পানে চেয়ে
          দিগন্তে ভেসে উঠে অতীত হেন-
          ব্যর্থতার দুঃসহ গ্লানি নিয়েছে ছেয়ে।


গোধূলি সন্ধ্যায় বসি মন উদাসী
নিজেরে খুঁজে ফিরি দুর্ভাবনায়;
          ভ্রমে আপনারে ভাবি দূর-বিদেশী
          কেন বসে আছি ভয়াল সন্ধ্যায়?


শুধু মনে ভাবি আপনজন দূরে রাখি
কোথায় চলেছি, কেন চলেছি একা?
          পথভুলা উদ্ভ্রান্ত, আমার ঠিকানা কি?
          শুধু চলেছি তো চলেছি; পাব দেখা?


কতজন ট্রেনে উঠি, আবার যায় নামি
স্বজনের পাশে বসি-বসি মধুরতায়;
          ভাবখানা যেন এ’সময় তার বড় দামি
          চির-চেনা আপন পথে, নহে অসহায়।


নিজেরে শুধু একা ভাবি পর-ধামে
আমার বলে কিছু নেই সব ফাঁকি;
          ঠিকানা বিহীন গন্তব্যে চলেছি উদ্দামে  
          আমি এক নীড়-হারা বেভুল পাখি।


কি উদ্দেশ্যে, কার তরে ছুটে চলা?
তার ঠিকানা যে নাহি খুঁজে পাই;
          সাঁঝের আবছায়া, আর নেই বেলা
          শুধু শুধু মরীচিকার পরে দৌড়াই।


ভাবি, স্মৃতিহারা আমি পথ-ভোলা
বাবা-মা হারা, পাশে নেই স্ত্রী-সন্তান;
          শুধু আবছা মনে পড়ে এ পান্থশালা
          তাদের হারিয়ে এখন করি সন্ধান।


কি যেন হারিয়ে ফেলেছি মমতার
বুকের পাঁজর চিন-চিন করে উঠি;
          কোথায় তাদের খুঁজে পাবো আর
          মোর স্মৃতি-বীণার তার গেছে টুটি।


(৯/১২/১৫-৮/১০/১৬ইং এই দশ মাসে দ্বিশততম কাব্য প্রয়াসে বাংলা কবিতা ডট কমের সকল কবি/কলাকুশলীকে আমার শুভেচ্ছা জানাই।)