হেমন্তের চাঁদ
পূর্ণিমার রাত
            উথলিয়ে পড়ে;
স্বর্গীয় আভায়
মাঠ-ঘাট যায়
            পরিপূর্ণ ভরে।


নিশি যত বাড়ে
মন তত নাড়ে
            গৃহে থাকেনা-রে;
মন শুধু বলে
যেতে ছুটে চলে
            তটিনীর ধারে।


পূর্ণিমার চাঁদ
পেতেছে যে ফাঁদ
            যেন যাদু মাখা;
উড়ে-উড়ে যাই
ধরা যেন পাই
            যদি হতো পাখা।


হেমন্তে পূর্ণিমা
আলোর গরিমা
            ছড়ায়ে ভূতলে;
খুশিতে হাসিনী
কাটাবে যামিনী
            প্রেয়সীর ছলে।


শোনরে বঁধুয়া
রজনী চাঁদোয়া
            হেলায় হারায়ে;
জীবনের শূন্য
হবেনা-রে পূর্ণ
            চলিলে এড়ায়ে।


পিয়ে লও স্বাদ
হেমন্তের চাঁদ
            যতটুকু পেলে;
নীহার পরশ
মায়াবী চরস
            পান করে গেলে।