আমার মন বান্ধিতে পারি কই?
আওলা-ঝাওলা নানান ভাবনায়
গৃহে মন বসাতে পারিনা সই।।


মনরে কই ডাইনে যা, মন চলে বাঁয়ে-
গৃহকাজে মন বসে না জং ধরেছে গায়ে।
আকাশ যখন মেঘলা থাকে মন হয় ভারী
সূর্য হেসে উঁকি দিলেই মন যায় গো তাড়ি।
চঞ্চল মনটারে কেমনে বান্ধি রই?
আওলা-ঝাওলা নানান ভাবনায়
গৃহে মন বসাতে পারিনা সই।।


নিশি রাতে ঘুম ধরে না শুধু চেয়ে থাকি
ঘুমের ভান ধরে নানান চিত্রকল্প আঁকি।
নিশাচর হাঁক ছাড়িলে বাঁধে যত গণ্ডগোল
এতো সোজা ভাবনার হিসাব হয়ে যায় ভুল।
অস্থির মনে তখন আমি-যে পাগল হই।
আওলা-ঝাওলা নানান ভাবনায়
গৃহে মন বসাতে পারিনা সই।।


বয়স শুধু গেল বেড়ে সাধ নাহি মিটে
এত ফসল ফলাই তবু সব দেখি চিটে।
অর্থ-বল শেষের পথে গোলা খানা খালি
ফোঁটাতে পারলাম না ফুল আমি হয়ে মালী।
সারা জনম শুধু বোকার বোঝা-ই বই!
আওলা-ঝাওলা নানান ভাবনায়
গৃহে মন বসাতে পারিনা সই।।