কি আছে আর? মিছে হুঙ্কার!
আত্মা ছুটিলে নিঃস্ব দেহ তার।
          তবু বড়াই কর গো অহরহ-
          মনে পড়ে কি তার অনুগ্রহ ?


কথা চিরন্তন মনে পড়ে ক্ষণ-
বিশ্বচরাচরে রবে না গো জন;
          পড়িলে ফুঁৎকার ঐশী শিঙা’র
          যিনি করে সৃষ্টি সর্ব ক্ষমতার।


কর তার আরাধনা হে বান্দা;
যার কৃপায় রয়েছ তব জিন্দা।
          কলবে জপ হে নাম তব সবে-
          দেহে আছে প্রাণ যতদিন ভবে।