কই গেলি রে ভাইচারী, পাড়া-প্রতিবেশী?
আজকে হাটে ঢোলাই দাও, শোন রে গ্রামবাসী।
ঢোল-ঢোল ঢোলাই, আর যে সময় নাই;
বিলের জলে টান ধরেছে মাছ ধরবো সবাই।।


কার্তিক মাসের অমাবস্যায় বিল বাওয়ার মেলা
চুনোপুঁটি রুই-কাতলা সবার জমবে খেলা।
রাত শেষে ভোর-বিহানে আসবে বিলের ডগায়।।


কই গেলা গো পোনাই’র মা? জলদি পলো দাও
চাবি-জাল ঝাঁকি-জাল টেটা-কোঁচ তাও।
ফুটা-ভাঙা ঠিক করে ধার করবো আগায়।।


পুব আকাশ ফর্সা হলেই দলে-দলে এসো
বিল বাওয়াতে নামবে ভোরে একসাথেই রসো।
রে-রে রে-রে হাঁক ছেড়ে, সবে নামবে ঝাঁপায়।।


জলের তলে ঘেচু ঝাঁঝি শাপলার মোথায় মাছ
কচুরিপানা দলের নিচে কিংবা জালের পাছ;
পাবদা পুঁটি পাঁকে, শোল বোয়াল রুই লাফায়।।


সারি সারি মেছুয়ার সারি, মাছ আটকা জালে
খোকা-বুড়ো হালুয়া-জালুয়া, মাছ ধরবে তালে।
হাসি-খুশি আনন্দেতে হরেক মাছের পালায়।।


(ভাইচারী=ভাই সম্পর্কীয়, বাওয়া=মাছ ধরার দলবদ্ধ কর্মসূচী,
পোনাই=ছোট ছেলে-মেয়ে, রসো=অপেক্ষা কর)