ফুল-বনে প্রজাপতি
উড়ে উড়ে ঘুরে;
ফুলপরী ডানা মেলে
গান গায় সুরে।


               ফুল হতে ঘ্রাণ আসে
               বাতাসে ভেসে;
               ফুল-খুকি ছুটে যায়
               আবেশে হেসে।


প্রজাপতির পাখাতে
আলপনা আঁকা;
ডানা মেলে ফূলপরী
ঘুরে একা-একা।


               ঘ্রাণে ভরা বাগানের
               রাণী হয় খুকি;
               ফুলপরীর সাথে সে
               খেলে লুকো-লুকি।


ফুল-বনে ফুলপরী
প্রজাপতি নিয়ে;
খুকিরাণীর হুকুমে
সেনাপতি টিয়ে।


               সাজায় মনের মতো
               সুখের স্বরগ;
               সারাদিন পিঠে চড়ে
               চালায় তুরগ।


সুখি সে রাজ্যের
খুকি রাজরাণী;
প্রজাগণ মাথা পেতে
শুনে তার বাণী।


               কখনো ছিঁড়ো না ফুল
               শান্তির বাহন;
               ফুলহীন হয় নাকো
               কবু আবাহন।