ওগো মালিক সাঁই-
আমার হৃদ-মাঝারে তুমি একটা বাত্তি দাও বসায়।।
পরের কুৎসা গাইতে গাইতে এ-অন্তর গেছে শুকায়।


নিজের লাভে দুনিয়াদারি-
করলাম আমি তোমায় ছাড়ি;
যত দূরে গেছি তার-ই, বেশুমার চালায়ে গাড়ি।
কেমনে আমি দিবো পাড়ি, বাত্তির তেল গেছে ফুরায়।।


মায়ের কোলে যেই ছিলাম
লোভ-লালসা ভুলেই ছিলাম;
দিনে দিনে যত পেলাম, ততই দূরে সরে গেলাম।
এবার আমি বুঝতে পেলাম, তোমার আলো গেছি ফেলায়।।


দুনিয়ার মিছা ফেরে পড়ি-
মনের আলো যে গেছে চুরি;
আন্ধারেতে হাতড়ায়ে মরি, পথে-পথে শুধুই ঘুরি।
তোমার আলোর পথ ধরি, চলতে চাই বাকি বেলায়।।


(বাত্তি=বাতি/প্রদীপ।)