(আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোকে সকল প্রবাসী ভাইদের উৎসর্গ করলাম।)


হে দেশবাসী, হে আপন, আমার প্রিয় জন,
মমতার বাঁধন ঠেলে পাড়ি দিয়েছি সুদূরে;
আপন করেছি পর, পরদেশ করেছি আপন
সাহস দাও শক্তি দাও হে দোয়া কর মোরে।


শরীরের রক্ত করিয়া জল লাভি কষ্টের ফল
স্বদেশে পাঠাই তিলে-তিলে জমানো টাকা;
শান্তিতে ভরে যায় মন যখন আসে-গো সুফল
দেশের উন্নয়নের মহাসড়কে ঘুরিলে চাকা।


ভুলেছি মমতাময়ী মায়ের কথা, আরও বাবা
প্রেয়সী স্ত্রী পাশে নেই কলিজার টুকরা সন্তান;
নিজেরে পুড়ায়ে জ্বালাই বাতি, বাড়াই শোভা
অভিবাসী আমি অহর্নিশি দেশেরে করি দান।


আমি প্রবাসী, জীবনের ঝুঁকি আছে দিবা-রাতি
পাহাড় ডিঙায়ে, সাগরে ডুবি, যাই ভূতলে;
কষ্টের কাজ-বানায়ে তাজ, নিত্য করিয়া সাথি
কে দেবে প্রেরণা? সাহস জাগাবে মনোবলে।


তোমরা আমার ভাই-আমার বোন, কর রব
অভিবাসীর অধিকার দাও, আমাদের বাঁচাও;
বিশ্বকে কর জাগ্রত, স্বার্থ রক্ষায় জাগো সব
অধিকার ও তার পরিবারের নিরাপত্তা দাও।