বিবেকের এজলাসে ধরেছে ঘুণ;
বিচারপতি ন্যায়ত হয়েছে খুন।
কে তুমি ফরিয়াদি বিবেকাহত?
অবিবেকীর প্রতি হও আশান্বিত।


মানবতার সিন্ধু শুকিয়ে গেছে-
উপকার করেনা আপনি যেচে।
পর-হৈতষী পদে ঠেকে বারবার;
নিজে মরে বাঁচাতে হিম্মত কার?


হিতার্থীর খতিয়ানে শূন্য পাতা-
ইঁদুরে খেয়েছে যা দিয়েছে দাতা।
যোগ-বিয়োগের মিছেমিছি ফল
মারহাবা-মারহাবা নেমেছে ঢল।


তোষামুদে পাহাড়ে উঠিল চাঁদ
বামুনের ধরিবার জাগিল সাধ।
বাড়াবাড়ি করে তবু রহিল অথা;
স্খলিত দুরাচারে ভরিল তথা।