ধাঁধায় আবিষ্ট ভুবনে
আপনারে আপন ভাবি;
নশ্বর দেহখানি মোর
করি-যে আপনার দাবি।


ভেবেছি কভু? সে-যে
মানে না আমারই হুকুম;
অনিদ্রা প্রহরে রুক্ষ নয়নে
পুনশ্চ করে সে জুলুম।


আপনার তরে লুকিয়ে পর
সদা বিরূপ কর্মে;
অহর্নিশি হানি আঘাত
তিলে-তিলে তব মর্মে।


ছেদিত দেহ লুটিয়ে ধরায়
পচে হয় যে ‘লীন ;
বিদেহী সত্তার দম্ভ ফুরায়
সেই সুপ্ত-কালীন।


বৃথায় নিজেরে নিয়ে খেলেছি
আপন যত খেলা;
সকল আপন হবে পর
যখন রবে না বেলা।