অযথা আমারে কর হেলা ওগো গৌড়ী-
আমি যে নেশাকরী মদো-গন্ধে সম্মোহিত;
তাই তো মন চায় বারবার পান করি।
আমার আসক্তি তোমায় করেছে ঈর্ষান্বিত।


অধরা রয়ে যাও, লুকিয়ে থাক আড়ালে
নিজেরে মহামূল্য করিতে হয়েছ দুষ্প্রাপ্য;
মাদক-নেশায় খেপাটে হাত বাড়ালে-
তোমার তারল্য মনে বাধে দৃঢ় বৈরূপ্য।


সুবোধ সমাজ যদি করে ঘৃণা তা-ভেবে
প্রকাশ্য মদোন্মত্ত নাহি হই নিগূঢ় প্রেমে।
বাহিরে দেখেছ নিঠুর, ভিতরে অকৈতবে
পান করি তব সুধা আজন্ম সাধি শ্যামে।