পতঙ্গ উড়ে আসে নিভানোর তরে
হিংসায় পুড়ে মরে দীপ শিখার ’পরে;
আলোতে তাপ দেয় রাতের আধার-
নিশি ঘুম কেড়ে নেয় তিমির বিদার।


হেসে কয় দীপশিখা, ‘কেন হও ভীত?
দূর হতে সয়ে যাও তবে হবে প্রীত।
শুধু শুধু পুড়ে মর নিভানোর কালে
ডানার বাতাসে শুধু দাউ-দাউ জ্বলে’।


আঁধারে ডুবে থাকা আছে যত প্রাণ
আলোক ঝলকানিতে ভয়ে খুঁজে ত্রাণ।
সমবেত ক্রোধে দলে-দলে দেয় ঝাঁপ
বাতির কালিমা ঘুচে মুছে তার পাপ।