ঘুণে ধরা পৃথিবীর কীট, কিলবিল করছে;
চুষে-চুষে খাওয়া অন্তঃসার-শূন্য-
একটা গোলাকার পিণ্ড মৃত্যুর প্রহর গুনছে।
শিরা-উপশিরায় খোঁজে ঝাঁকে-ঝাঁকে প্রতিযোগী প্রাণ;
বাঁচার প্রাণীহিংসায় এক-অন্যের’পর হামলে পড়ছে।
কেউ দেয় না ছাড়, প্রহরে-প্রহরে ডাকছে অকল্যাণ।
অন্যের অনিষ্ট কামনায় নিজের কবর খুঁড়ছে।
একদিন সবাই নিঃশেষ হবো, তেমন তুমিও হবে;
একি হচ্ছে? শুধু বিশ্ব নিথর তাকিয়ে রবে।