এই প্রতারক ধরণীতে প্রতারিত হই অহর্নিশি;
আপন স্বার্থ করিতে চরিতার্থ সবাই ছদ্মবেশী।
মানুষ করে প্রতারণা মানুষেরে আর প্রকৃতিরে;
তেমনি প্রকৃতিও করছে প্রতারণা মানুষেরে।


প্রকৃতির যত সৃষ্ট জীব বাঁচাতে আপনারে;
অন্যেরে করিয়া বধ বাঁচায় নিজ জীবনেরে।
নিজের লাভে পরেরে ঠকাই ভাবিয়া জিত;
কে কারে ঠকায়, ভেবেছি কখনো কতটুকু হিত?


ঘাতের যেমন আছে প্রতিঘাত, তেমনি সমান-
ঠকের লাভ সামনে দেখি পিছনে তা হীয়মান।
আজ বাড়লে কাল কমবে, আবার আসবে ফিরে
যত প্রাণ বিদ্যমান ঠকবে অন্য চাতুরীর ভিড়ে।


তবু ঠকাই কিম্বা ঠকি প্রাণের বাঁচার তাগিদ;
ইহকালের লাভে পরকালের ক্ষতি করছি খরিদ।