আরশির আপন প্রতিচ্ছবি আপনারই প্রতিযোগী হয়
আপন ভঙ্গিতে আপনারই কাজের ব্যঙ্গ-বিদ্রূপ বয়।
যদিবা অবনত হয়ে আপনি ঠুকিলে সালাম-
আরশির ছবিটাও হয়ে যায় বিশ্বস্ত গোলাম;
ক্রোধে-জেদে বিদ্রূপ বিভাজনে আরশিতে দেখি যারে
তদ্রূপ ত্যাজে হুঙ্কার ছাড়িছে রাগান্বিত চোখের আড়ে।
আলোকছায়া আপনার সাথে বন্ধুর মত-
ধারণ করিয়া প্রতিকৃতি সয়ে যায় শত;
আরশির ছবি আর আলোক-ছায়া আপনারই প্রতিরূপ
আঁধার ঘনিয়ে এলে আপনারে ছাড়ি আপনি দেয় ডুব।