হিয়াতে বেঁধে কেঁদে-কেঁদে
বধূ বলে, পতি-
ওগো প্রাণনাথ, তুমি বিহনে
কে দেবে গতি?


নিদয়ার সনে মেলেনা মনে
বোঝেনি মনোব্যথা
আপন আচারী পতি তার
শুনে না প্রাণকথা।


ভোগলিপ্সার প্রভাব পড়ে
কোমল সুকেশীর তরে;
পান হতে চুন খসিলেই
পিঠে-ঘা কেশ মুঠি ধরে।


সময়ের বর্তনে পতি সোনাধন
একদা চলৎহীন;
নির্যাতিতার কেটেছে ঘোর
ফিরে আসে সুদিন।


বিদ্বেষে দুরাচারী পতিরে
বর্ত্সনা দিয়ে কয়;
অনেক অধীরতা সয়ে
নিজেরে করেছি জয়।


মনোব্যথা ফিরে তথা
যেথা জুলুম আসে;
সুখভোগেও কাঁদে কেহ-
কষ্ট পেয়েও হাসে।