শো-কেসে সজ্জিত স্বাধীনতা
আহা দেখতে কত অপরূপ;
          লোলুপ ভিক্ষুক সম জনতা,
          তোমায় করছে ব্যঙ্গ-বিদ্রূপ।


শেল্ফে থরে-থরে রেখে পাশে
নির্ধারক করছে উপহাস;
          আর বলে, কেন তুমি বসে?
          আমি তো শুধুই প্রভুর দাস।


উজির, মিত্র-পাত্র, সভাসদ
শুধু তার মনোরঞ্জনে ন্যস্ত;
          রাজ-ফরমান কৃত স্বপদ
          ধারীতে ধারণ কাজেই ব্যস্ত।


স্বাধীনতা, বঞ্চিতের ঈদের চাঁদ
ফুরায় না রাত আসে না ভোর;
          অনাগত দিনের আশায় উন্মাদ
          তবু কাটে না বিষম ঘোর।


স্বাধীনতা কারো হাতের মোয়া
ইচ্ছে হলে খেতে পারে সব;
          অস্পৃশ্য চণ্ডালে পায়না ছোঁয়া
          অথচ নিয়ে গেল উঠে রব।