পাঠশালার সহপাঠী স্মৃতি অমলিন;
ঘাত-প্রতিঘাতে স্মরণ হয়না বিলীন।
অবোধের বোধে যখন হৃদয় ফাঁকা;
কাদা মনে সহপাঠী গেঁথে রয় পাকা।


বই-খাতা-কলম আর বেঞ্চের সারি;
শিশু মনে দাগ কাটে সহপাঠীর আড়ি।
খুনসুটি জেদা-জেদি যেমন প্রবল;
সময় বহতায় বাড়ে বাঁধন সবল।


দুর্মেধা দীনতায় হারালো যে পথ;
সেই সখার হিতাকাঙ্ক্ষী সম মনোরথ।
জীবনের পথ চলায় কভু দেখা হলে;
সহপাঠী বুকে জড়ায় হাসে মনখোলে।


সহপাঠী জিয়নকাঠি বন্ধু বরাবর;
নিঃস্বার্থ উদার মনের প্রিয় অনুচর।