শৈশব ফিরে পেতে চাই তত;
চাওয়া-পাওয়ার হিসাব মেলেনা, যতদিন হয়েছে গত।
               রিপুর তাড়নায়
               লোভ-লালসায়
পাপে-পাপে মন জর্জরিত;
আশা মেটেনি, আরো চাই
               আরো চাই;
পাওয়ার তরে পরেরে করেছি লুণ্ঠিত।


নিষ্পাপ শিশু বেড়ে উঠে শৈশবে
আকণ্ঠ সুধা করেছি পান;
পিতা-মাতা ভাই-বোন ঘিরে
মমতার সুরে-সুরে গেয়েছি গান।
সেই সুখ, সেই অনুভূতি-
দিনে-দিনে ছড়ালো দ্যুতি;
কবে হবো বড়? বড় হতে চাই আরও-
চারিদিকে সাজাই বেসাতি।


ছোট কালে ছিল আশা
               বড় হবো ভাই;
বড় হলে শাসনের কোন বালাই নাই।
বড় হলে যত সুখ-স্বাধীনতা ভরে
মনের খেয়ালে যেথা সেথা ঘুরে;
পড়াশোনার চাপ নাই বলেনা কেউ পড়
সকলেই মেনে নেবে আমি যে বড়।


ছোটকালের বড় হওয়া বুঝিনি আমি
সোনালী সে দিনগুলি কত ছিল দামি;
ফিরে যদি পাওয়া যেত হারানো সেই দিন
তবে কি ভুলে যেতাম স্মৃতি অমলিন।
আজীবন সুখভোগ স্নেহ-আদরে-
শৈশব মেখে নিতাম প্রেম-চাদরে।