এ কবিতা তেরো নদী অশ্রুতে ধোয়া আবেগের
এ কবিতা নব নক্ষত্র খোচিত খোলা আকাশের
এ কবিতা রক্তে একাকার মৃত্তিকার
এ কবিতা শূন্য চিত্তের অভাগী মায়ের হাহাকার
এ কবিতা অরন্যের ,বৃষ্টির সাথে শালিকের খেলা
এ কবিতা মধ্যবিত্তের, রোদ্র ছায়ার বেলা অবেলা


এ কবিতা অনটন ত্যাজ্য অটুট অস্তিত্বের
এ কবিতা সবুজ স্বপ্ন মিশ্রিত সত্যের
এ কবিতা ঘর ছাড়া বাউলের গম্ভীর কন্ঠের
এ কবিতা প্রতিবাদী যুবকের দ্রোহের
এ কবিতা ভোরের সূর্য ওঠা সোনালী দিন
এ কবিতা রক্তে শোধিত রক্তের ঋন


এ কবিতা শিরায় বহমান প্রিয় স্বদেশ
এ কবিতা হৃদয়ের গভীরে যতনে খোদিত বাংলাদেশ !