ভোরের নরম শরীর বেয়ে
যে পথ একটি পাহাড়ের নিচে
শুয়ে আছে স্থীর,
দিনের শেষে,  তির্যক আলোয়
সে পৃথিবীতে সময়ের ছায়া ফেলে,


আলো ও ছায়ার নিবিড় প্রণয় শেষে
নীলিমার থেকে সরে যাওয়া সে এক গভীর রাতে


চাঁদের মন্ত্রে ফুটে ওঠে জুঁই,
শোনায় আশাবাদী ভালবাসার অপার গল্প!
তখন শতাব্দী থেকে বাড়ী ফেরে
আরও এক হিম রাত ! আরো এক তুই!