চারপাশে আমার কত শত
কবি ,  নাম ডাক কম না ,
কত সুন্দর করে সাজায় শব্দ
আমি কেন পারিনা?
.
মনের দুঃখে এক কবির কাছে
নিতে চাইলাম কবিতা লেখার পাঠ,
কবি বললো ছাড়ো বাছা ,
কবিতা লেখা কঠিন বিরাট !
.
আমি যখন নাছোড়বান্দা ,
যোগ্য শিষ্যর মতো হয়ে ,
অবশেষে রাজি হলেন কবি
আমার বিনয়ে !
.
দুচার লাইন লিখে আমি
কবির কাছে  যায় প্রতিদিন ,
তিনি বলেন লোহা লক্কর দিলেই কি
সবাই বানাতে পারে ইন্জিন ?
.
তিনি আমার লেখা না পড়েই
ছুড়ে দেন আমার মুখের পরে,
নিজের যত কবিতা  তিনি
আমাকে শোনায় জোরে জোরে ।
.
সেই সাথে দেন
কঠোর হুশিয়ারী ,
তার লেখা যেন কখনো
না করি চুরি ।
.
তার ভাষায় কিসের কবি,
রবি, নজরুল ,সুকান্ত ,
তাদের চেয়ে তার লেখার
মান ঢের উন্নত ।
একদিন রাগে গীতান্জলি থেকে
এক লেখা চুরি
করে গেলাম তার কাছে নিয়ে ।
বহু অনুরোধে তাকে পড়ালাম
ভয়ে ভয়ে  ।
.
লেখাটা পড়েই তিনি
কপালে ফেললেন ভাঁজ ,
বললেন কবিতা লেখা কি
এতই সহজ কাজ!
.
এবার ছেড়ে দাও
বাপু আমার পিছু
তোমার ঘটে নেই
আসলেই কিছু ।
.
সেই থেকে বুঝলাম তার
পান্ডিত্যের কত জোর
আমার ও মিটলো শখ
কবিতা শেখার ঘোর ।


   [রম্য রচনা]