বলে লাভ নেই কোন সে বয়সে
বৈরাগ্য নেবে সে,
কোন সে সমুদ্রে স্নানিত হবে অবশেষে
কোন সে মায়া পথে হাটিবে হাজার বছর,
জল আর জোছনায় সমুদ্র একাকারে
শেফালীর ঘ্রান বেয়ে নেমে আসবে
কোন সে ভোর অনুভবে।


কোন সে অবেলায় ওড়াবে ছায়ামন
রাত্রী পাড়ী দেবে কোন মহাসংকটে,
সময়ের স্রোতে মেলে দেবে ডানা
দির্ঘশ্বাস ছুয়ে যাবে কোন সে ঠিকানা


কোন সে প্রলোভ মন কুড়াতে যাবে বৃষ্টি
বাতাসে দোল খাবে স্বপ্ন কোরক দৃষ্টি,


খুঁজে লাভ নেই কোন সে অরণ্যে
কোন বৃক্ষের সাথে বাধিবে সে ঘর।
বলে লাভ নেই কোন সে বয়সে
বৈরাগ্য নেবে সে।