কালের বিবর্তনে নক্ষত্রের আলোও
কি ম্লান হয়ে যায়
ফুলের সৌরভ ,পাখির গান ও
কি পাল্টায়
অর্থবহ বেঁচে থাকতে
একটি স্বপ্নিল বিশ্বাস কে
যতটা ভালোবাসা যায়!


ততোটাই একটি সোনালী ভোরের স্বপ্ন
যতনে যতনে অনেক বড় হয় ,
অথচ ক্রমাগত দুঃস্বপ্নের তাড়া খেয়ে
স্তিমিত হয়ে ফেরে ফেরারী মনের প্রত্যয় ।


যখন গভীর তিমিরে প্রতিক্ষিত প্রেমিকের
দরজায় কড়া নাড়ে সেই ভয়,
তখনি  কি একটি স্বপ্নের বার বার
অপমৃত্য হয় !