এখানে রোজ  মরুঝড় হয়
ব্যাথা আর বালি  চোখের বৃষ্টিতে
মিশে গভীর দৃষ্টিতে
হয় পাথর জমাট,
যে পাথর কেটে
জাফরান রঙে সভ্যতা
লেখা হয়।


এখানে রোজ অমাবস্যা হয়
দৃষ্টিহীন হাতে কলের চাকা ঘোরে
ভাগ্যের চাকায় মরিচিকা বহুকাল
হৃদয় হীন মলাটে মানবতার
লাল প্রচ্ছদ পট রোজ রোজ আঁকা হয়।


ঘামে লেখা পন্জিকা বদলায়,
রক্তের অক্ষরের ইতিহাস কিংবা
হৃদয়ের জলবায়ু কখনো নয় !