নিপিড়িত প্রত্যয়ের অজস্র অশ্রু
চোখের নদী বেয়ে নামে
অনাচারে মর্মাহত অনুযোগ
ক্ষমতার বাঁধে এসে থামে ,
কবির কন্ঠ কলম খোঁজে
প্রতিবাদের যত সতর্ক প্রতিশব্দ
গাঢ় আঁধারের গায়ে জোনাকির
বিচরনে যদি লেখা হয়
আশার উপাখ্যান,
কবি তাই কবিতার শিরোনাম
বিমর্ষ বিবেক ওড়ে উধাও
হাওয়ায় অবিরাম ,
বিক্ষত হৃদয় ছিড়ে লাল প্রজাপতি
আঁধারে স্বপ্ন হাতড়ায় শব্দের সেনাপতি ।
যত প্রেম খরায় গেছে পুড়ে
খাঁখাঁ মরুদ্যান কবির উঠোন জুড়ে,
যত প্রতিবাদ আজ আটকানো থাক
চেতনার নামে বেদনার খামে
শুধু অভিধানে মুছে যাক
শোষিতের রক্ত ঘাম ,
কবিই হোক বারবার
কবিতার শিরোনাম ।