অতঃপর পাহাড় কে বললাম
তোমার গায়ে নুয়ে পড়া আকাশের স্পর্শ কেমন?
পাহাড় বললো আমার পাদদেশে ঘাসের কচি পাতায় লেখা
দুর আকাশের ইতিহাস পড়ো!


অতঃপর আমি সাগরের কাছে গেলাম
একটা শান্ত সমুদ্র দেখার
প্রতিক্ষায় ঝড়ো হাওয়া উপেক্ষা করে
নির্জন সৈকতে বসে আগ্রাসী ঢেউ গুনলাম


একটা সুন্দর সকাল দেখবো বলে
চিলেকৌঠার কার্নিশ ছুয়ে দাড়িয়ে কাকতাড়ুয়া সাজলাম
একটা সুন্দর মাতৃভুমি দেখবো বলে
পুরাণ ব্যাবস্থা পত্র ছুড়ে ফেলার প্রত্যয় বুকে
রোজ রোজ আঁকলাম বর্নিল খাম


এরপর আমি পাখিদের ডাকলাম
আমার ইচ্ছের পালক গুলির ইতিহাস শুনলাম
অতঃপর জর্জরিত স্বপ্নরা বন্দি জাদুঘরে নিরেট ফসিল দেখে
জন্মান্তরের ধারায় গা ভাসালাম!