পারলে তুমি ভুলে যেও
আধো আধো স্মৃতি গুলো
পথের ধুলোই মিশিয়ে দিও।
আমায় নিয়ে স্বপ্ন যত
নৈশব্দে উড়িয়ে দিও।
চেনা চেনা বিকেল বেলা
বনের ধারে পুকুর পাড়ে
মাছ রাঙ্গা আর মাছের খেলা
আস্তে আস্তে ভুলে যেও ।
আমার সাথে বাইসাইকেল
উদোম মাঠে উদোম হাওয়া
দুজন মিলে ঘুরতে যাওয়া
মেলায় কেনা চুলের কাটা
হাতের কাজের লাল ফতুয়া
সকল কিছুই ভুলে যেও ।
আমার লেখা পদ্য খানা
তোমার দেওয়া নীল চিঠিটা
টুকরো কিছু কষ্ট পাথর
লাজুক প্রেমের নষ্ট চাদর
পারলে তুমি ভুলে যেও
মান অভিমান সব সরিয়ে
আর্শিবাদটুক সব কুড়িয়ে
পারলে তুমি সঙ্গে নিও ।
পারলে আমায় ভুলে যেও ।