রাত
মোঃনুরুন্নবী
__________________
রাত মানে কি শুধুই নিস্তব্ধ
প্রকৃতির খেয়াল,
নিস্প্রভ জোসনার সাথে
ধ্রুবতারার খুঁনসুটি?
রাত মানে কি শুধুই
নিষ্প্রাণ মৌনতা
প্রত্যাশার চোরাবালির
প্রাপ্তির গৌনতা?
চাওয়া পাওয়ার বাতায়নে
স্বপ্নের আঁকিবুকি
নির্ঘুম ব্যালকুনি
ইজিচেয়ার পায়চারী?
অথচ
তোমরা কি জানোনা
প্রতিটা রাতই
অজস্র  প্রতিক্ষার প্রতিশ্রুতি!
প্রতিটা রাতই
নতুন ভোরের কবিতা
একেকটা সূচনার দিনলিপি।
প্রতিটা রাতই
জীবনের একেকটা উপাখ্যান
একেকটা পূনর্জন্মের প্রস্তুতি।