শেষ বিকেলে স্নিগ্ধ বাতাস
নীলাভ আকাশ,নীল শাড়ীতে
তোমার মতো ,
আকাশ পানে ছুটে যাওয়া
তোমায় ছোঁয়া ইচ্ছে মনে
সাদা ছেঁড়া মেঘের ভেলা
আমার মতো ।


এক বাগানে ফুল যে শত
লাল টকটক গোলাপ খানা
তোমার মতো ,
গোলাপ গায়ে নিরব শিশির
খুব সহজেই যায় শুকিয়ে
আমার মতো ।


চাঁদনী রাতে অবিরত
চকচকে ঐ জোসনা গুলো
তোমার মতো ,
রাতের আলোয়
পড়ে থাকা চিকচিকে
সব পথের ধুলো
আমার মতো।


মিলে যাওয়া
উপন্যাসের সাজানো
সব শব্দ যত
তোমার মতো ,
ব্যর্থ প্রেমের কাব্য কঠিন
ক্রন্দনরত বাক্য গুলো
আমার মতো ।


তোমার চাওয়া
ইচ্ছে যত
খুব সহসাই আচ্ছা নত
তোমার কাছে
তোমার মতো ,
অসহজিয়া জীবন যাপন
অমিল থাকা সমিকরণ ,
স্বপ্নগুলো স্বপ্নহত
আমার মতো ।