ভিন্ন রংয়ের বিকেল
তোমার কাটছে কেমন?
বিকেল হলেই নাটক দেখার বায়না
ধরার আছে সে মন?


রিমঝিমঝিম বৃষ্টি বিকেল
এখন তোমার কেমন লাগে?
বন্ধ ঘরে উদাস বিকেল
কেমন লাগে?


প্রজাপতির স্বপ্ন তুমি
আর কি দেখো?
রেললাইনের হাটতে শেখার
গল্প তুমি আজো লেখো?

বাড়ীর পাশের পিচ্চি গুলোর
লজেন্স কেনার টাকা তুমি আর কি জমাও?  
কবিতা পড়ে মন খারাপের
বৃষ্টি তুমি আর কি নামাও?


পার্কের সেই বেঞ্চ গুলোতে আর কি বসো?
আসতে দেরীর গল্পগুলো তেমন ফাঁদো?

নখের আচড় গাছের গায়ে আমায় আঁকো?
রাগ হলে কি আগের মতই চুপটি থাকো?  
বাবুইবাসার চুলগুলো কি অমন আছে?
হাটতে গেলেই চুলগুলো কি তেমন নাচে?


কথা বলার আগেই আজো খুব হাসো কি?
দাড়ি কমা ছাড়ায় আজো  টপটপাটপ
কথার ধরন সেই আছে কি?


ভিন্ন একটা মানুষ নিয়ে ভিন্ন বিকেল এখন তোমার কেমন কাটে?
আমার সাথের বিকেলগুলোর রঙের অভাব কম ছিলো কি বছর আটে?