ইচ্ছে করে না ছাড়িতে এই সুন্দর ধরনী,
দেখিতে ভালো লাগে খোদার সৃষ্টি
হৃদয়ে ভাবনা বুনি।
নাহি কোনো তুলনা শত সৃষ্টির সম্মিলনে,
আপনার পানে চাহিয়া দেখিও
বলিবে অন্তর সর্বক্ষণে।
যদি করিতে চাহ হে বিবেচনা,
দেখিতে হইবে না ধরণী
আপনাতেই মিলিবে সাধনা।
কি দেয়নি খোদা, মানব গঠনে,
চক্ষু, হস্ত, কর্ণ সহ উত্তম  বুদ্ধি
খুঁজিয়া দেখিও হে দর্শনে।
দৈহিক- মনসিক সবই উত্তম, মানব হায়াত,
ভাবিয়া দেখিও কিসের লাগি
মানব আশরাফুল মাখলুকাত।
নহে সমাপ্ত সৃষ্টি খোদার চারিপাশে,
নাহি কোনো ভুল কোথাও
ফিরিবে নয়ন অবশেষে।
কত রঙ, কত রূপ সবই তোমারই সত্য,
এত সৌন্দর্যে কি সুক্ষ্ম নিয়ন্ত্রণ
প্রভু, তুমি দাও বলে নেতৃত্ব।
খোদা, তোমারি মহাদান যাহা আছে সব কিছু,
তোমার সৃষ্টি দেখিলে হইয়া যায়
আপনার শির নিচু।