এইযে মিস্টার, শুনছেন! আপনাকে বলছি
কানে আজকাল তুলো গুজে রাখেন নাকি?
আমাকে অপেক্ষায় রেখে নিজেই দিলেন ফাকি,
বাকির আশায় নগদও গেলো তাই নয় কি?


এত জোরেশোরে ডাকছি,কই কোনো হদিস নাই!
তবে কি আগুন জ্বালাতে এসে কেবলি উড়ালাম ছাই!
মনের দরজা বন্ধ করে,অন্ধকারে একলা একাই আছেন বসে,
দরজা খুলুন,তাকিয়ে দেখুন একটু আশেপাশে,
সেথা কেউ তো একজন আছে। 


নাকি আজকাল চোখে দিলেন কালো পর্দা,
আপনি নিজে না চাইলে, সে পর্দা সরায় আছে এমন হিম্মত কার!
আমি কিন্তু শেষ আরেকবারই ডাক দিব,
পারবোনা ডাকতে আর!
রচনা তো আমি লিখতেই চেয়েছিলাম, আপনিই কিন্তু টানলেন উপসংহার!
একদম ই কোনো দোষ নেই আমার।