যেন আমার সব কথাই পুরনো,
যেন সব আগেই বলে ফেলেছি,
যেন নতুন করে বলার মতো কোনো কথাই পাচ্ছিনা খুঁজে,
যেন আমি বাকরুদ্ধ,গন্তব্যহীন, উঠতে পারছিনা কিছু বুঝে!


জানিস ইদানীং বড্ড সেকেলে লাগে সব,
বহুদিন জমেনা বন্ধুদের আড্ডা,যেন নিশ্চুপ সব কলরব,
দুনিয়াব্যাপী কি নতুন ব্যধি এলো,
মানুষের দুনিয়াবী ব্যস্ততা সব গিলে খেলো।


ক্যাম্পাসের সবথেকে চঞ্চল মেয়েটাও  যেন বহুদিন ঘরে বন্দী,
নতুন সব রান্নার এক্সপেরিমেন্ট আর বৃক্ষরোপন আজ তার সঙ্গী,
যেন এ শিকল আর লাগছেনা ভালো,
দূরে কোথাও ঘুরতে যেতে মায়ের কাছে শত আবদার,সাথে নানান ভঙ্গি।


মা কে সে প্রশ্ন করে "এত রঙ এর এই দুনিয়ায়
কেমনে মানুষ  শুধু ঘরেই করে জীবন পার ? "
আমিতো এই দেশ পাড়ি দিয়ে পৃথিবী চাই ঘুরতে
ছুতে চাই মেঘ, যেতে চাই বহুদূর সপ্তসাগর পাড়।
তারপর নাহয় ঘরে ফিরবো আবার,
চোখদুটো যখন ক্লান্ত হবে আমার।