একুশ শতকের এই পৃথিবীতে মুখে মুখে শুনি উপহাস!!
সততার বুক চিড়ে বের হয় দীর্ঘশ্বাস,
বলো এই ছিল আমার প্রতি তুমার বিশ্বাস ?


মানুষ চিনোনি আজও!!
মিথ্যেবাদীর ঠোট কাপে, চোখ লুকায়,
আমিও লুকিয়েছি চোখ,লুকিয়েছি অভিমান,
চার দেয়ালের অন্ধকারে নিয়েছি অবস্থান।
আর তাতেই চিরন্তন তুমি করলে নিরন্তন, অবিশ্বাস!
বলো এই কি ছিলো আমার প্রতি তুমার বিশ্বাস?


অহেতুক রাগ করে বলেছিলে পৃথিবী স্বার্থপর। আমিও তখন হাত তুলে তুমার অন্ধ চোখকে দেখিয়েছি,
হাটতে হোচট খেয়েও ছোট্ট শিশুটা মায়ের ভরসায় দ্বিতীয়বার পা বাড়ায়।


তবে আমি এও জানি অবিশ্বাসের কালো মেঘে আমার শহর ছেয়ে গেছে...
  আর বিশ্বাস!!!
সেতো মিরপুরের মৃদু বৃষ্টিজলে ভেসে গেছে।
  


তবু প্রচন্ড দাবদাহে মানুষ এই বিশ্বাসে বাচে," এই বুঝি বৃষ্টি নামবে,পৃথিবী শীতল হবে।"


শুনো সময়,আমায় অবিশ্বাস করো না,
আমি মনুষত্ব যতদিন বাচি, থাকবে বিশ্বাস।
হ্যা থাকবে দুধের মাছি  ও বসন্তের কোকিল
অবিশ্বাসে মায়াজালে অভিন্ন আশ্বাস।