ধনবান এক বন্ধু আছে
রূপবানও, ভারি !
দেখি বা না দেখি রোজই,
স্বপন বুনি তারি।


ফজর পড়েই যখন গিয়ে
ধরি যে তার হাত
দেয় মুছিয়ে দুঃখ ও শোক
শোনায় সুখের নাত।


সালসাবিলের হাওয়া খাওয়ায়
নাওয়ায় যে কাওসারে
নতুন জীবন পাই যে আবার
পুরানো সংসারে।


দুজন মেয়ে puppy হাঁটায়
তুলোর যেন বল
দুইটা বিলু, পিলু, মিলু,
কি খেলেরে বল?


দুজন নানী গল্প করেন
হাঁটার ফাঁকে ফাঁকে
গলা সাধে কত্ত পাখি,
হাজার লাখে লাখে।


হাসনা হেনার ঘ্রাণ যে জানায়
সালাম বারে বারে
দেখি নাতো ওদের কোথাও
খুঁজি কাছে ধারে।


উচ্চ স্বরে কারা ওড়ে?
বুনো হাঁসের দল?
বুঝতে পারিস ওদের ভাষা?
গুগুল করি চল।


মুখোমুখি হবার আগেই
বদলে ফেলি লেন
হাই, হ্যালো কি উঠেই গেল
দেশ থেকে বলেন?


ভিড় থাকেনা মোটেই ভোরে
মাস্ক পরি না তাই
মনের সুখে শুরুত শুরুত
শীতল বাতাস খাই।


সারসটা কি সরস দেখ
মাছের ধ্যানে ঋষি
লাগবে সবর? নিতে পারো
তার কাছে এক শিশি।


দিনের শুরুর ভূমিকাটা
কি যে দারুণ আহ!
ধরার বুকে সর্গ এমন
কোথাও দেখিনাহ!