আমি বাংলার সৈনিক
আমি নির্ভিক, দুরন্ত দুর্বার
ভেঙ্গে দেবো হায়েনার হাত করে চুরমার
আমি বাংলার সৈনিক দুরন্ত দুর্বার।
মম উল্লাসে করি নৃত্য
মানি না কে বড়, কে ছোট, কে ভৃত্য-
বজ্র নিনাদে উল্লসিত আমি ক্ষিপ্ত
হুংকারে গর্জে উঠি বার বার
আমি বাংলার সৈনিক দুরন্ত দুর্বার
ভেঙ্গে দেবো হায়েনার হাত করে চুরমার।
যেথা শুনি কান্নার আহাজারী
মন চায় ধিক্কার দিয়ে পায়ে দেই শিকল
পড়িয়ে দেই ডাণ্ডাবেরী, হয়ে কাণ্ডারী;
অকুতোভয় আমি সৈনিক,
দীপ্ত পদে এগিয়ে যাই
মানি না বাঁধা, সিডর, আইলা, নার্গিস,
টর্ণেডো-সাইক্লোন,
ভয় করি না ঘূর্ণি জলোচ্ছ্বাস;
ভালোবাসি চঞ্চলা, চপলা রমণীর নৃত্য
মানবো না কে মাতা কে ভগ্নি,
আমি বাংলার সৈনিক দুরন্ত দুর্বার
ভেঙ্গে দেবো হায়েনার হাত করে চুরমার।
যুদ্ধংদেহী আমি যোদ্ধা
ব্যতীপাত করি ব্যবচ্ছেদ-আমি বোদ্ধা
খুনী রক্ত পিপাসুদের ভয় করি না;
করি না তাদের শ্রদ্ধা-আমি যোদ্ধা।
আমি অগ্নি, আমি আগ্নেয়গিরি
জ্বালিয়ে দেবো উঁচু তলার সিঁড়ি
আমি মানি না ধনী, কে ভৃত্য
শুধু গাহি সাম্যের গান।
আমি বাংলার সৈনিক দুরন্ত দুর্বার
ভেঙ্গে দেবো হায়েনার হাত করে চুরমার।