কবিতার এ নরম পথে হেটেছি সমুদ্র সকাল
সন্ধ্যায় খুটেছি পালক সে পাখিরা ছিল যতকাল
ডানার ভিতর কিছু রোদ আজো ছায়া ফেলে আছে
তাদের বুকের সব উম যেন আজ গেছে পরবাসে
আবার চাই যে আমি তারে যখন কবিতারা নাকাল
শব্দেরা জব্দ যখন পৃথিবীর প্রেম যে মাকাল
রাতের মত যে ঘুম কেড়ে নিয়ে চলে যায় সুখ
কবিতার মত ভালোবাসি এখনও তবু তার মুখ....
কবিতার সে নরম পথে আবারো হাটব দু'জন
পৃথিবীর সব প্রেম যার ঠোঁটে ছিল হাসির কূজন...