আমার ঘুম নেই
আমার সমস্ত রাত দখলে নিয়েছে
তোমার মুখ তোমার প্রেম আমার
চোখের পাতার রাজ্য জুড়ে তুমি!

আমার আঙুল কবিতার স্ক্রিনে
তুমি কি অনুভব করো
আমার অদৃশ্য হাত তোমার চুলে?
সবকিছু ভুলে তোমার বুকের
উষ্ণ কারাগারে আমার হৃদয়
নিয়েছে স্বেচ্ছায় আমৃত্যু স্থান!

মৃত্যুর পরেও পাবো কি
তোমার ঠোঁট? তোমার কপোলে
আমার আলতো ছোঁয়া
সমস্ত শরীরে যদি পেতাম
তোমার পাগল আলিঙ্গন!!