আমার কবিতারা বোধহীন আজ
যদিও ফাল্গুনে নেমেছে অগ্রিম বৃষ্টি
মিষ্টি আবহাওয়া বইছে বাইরে তবু
কি যেন নির্বোধ অনুভুতি কেঁদে ওঠে
বুকের পাড়ায়; কে এসে দাড়ায়
সামনে মনের আয়নার ভিতর;


ইতর কষ্টেরা সরে না কোনমতে
ফাল্গুনের অপ্রস্তুত সব মেঘ জমে
আমারি অনুভুতির গগণ পাড়ে
ভেজা ভেজা জলজ গন্ধে ভরা
এই দিন ভোলাতে পারে না তবু
পুড়ে যাওয়া ঝলসে যাওয়া
ছাই কয়লা হওয়া মানুষের মুখ....