চন্দ্র জয় শেষে
           মানুষ তুলে নেয়
                     বহু আলোক
বর্ষ দূর ভিন
     কোন ছায়াপথের
                 মুলুক জয়
শেষে অতৃপ্তির
     ঢেঁকুর ওঠে দেখি
                আপন ঘরে;


অরক্ষিত ধরা
         রেখে তবে আমরা
                     মরছি ঘুরে
কোন অজানা জয়ে?...
     আপন বাসভূমে
               পরাজিত হবার
                      বিস্বাদ নিয়ে
কতদূর এগোবে
       এ উচ্চাভিলাষী
                 মানুষ জাতি?
পিঁপড়ের কামড়ে
          মরে ধরতে গিয়ে
                 ঢাউস হাতি!


আকাশ জয় শেষে
     মাথায় ভেঙে পড়ে
                   মহাকাশটা
ফ্যাকাসে চেহারাটা
          দেখি শক্তিধর
              সব রাষ্ট্রে
পরমাণু অস্ত্র
      তাক করুক দেখি
          আজকে অকোষীয়
              আণুবীক্ষণিক
                    শত্রু জয়ে?
যাদের দূরবীনে
       ধরা পড়ে আলোক
                 কোটি বর্ষ..


নখদর্পণেতে
         রয়েছে যাদেরই
              অন্য পৃথিবীর
                        দূর গগণ
বিমর্ষ আজকে
      সে লম্ফ-ঝম্প
           কোথা তাদের আজ
                       আস্ফালন !?