পারদের মত ওঠে আর নামে আমার মনের
ভেতরের সব সুখ সব চাওয়া পাওয়া
এই দেখি চৈত্র  আবার আষাঢ় আবার ভীষণ
পৌষের কুঁয়াশায় ছাওয়া আমার আকাশ।


অবাধ পৃথিবীর সীমাহীন সুখ আছে কি কোথাও ?
তবু তাড়া করে অবুঝ প্রেষণা এসোনা আমারি
খুব কাছে;


এক গাল হেসে বলি অদ্ভূত প্রেম তুমি
মানুষের মনে
ক্ষণে ক্ষণে বদলাও রঙ।


অরক্ষিত হৃদয় দখল করে নেয়
হানাদার চঞ্চল আরেক হৃদয়
ওৎপাতে সুযোগের অপেক্ষায় থাকা
নতুন সৌকর্যের প্রেমিক কোন মন।