জীবনের সাতটি স্বাদ আস্বাদন করতে করতে
একদিন বিস্বাদ মৃত্যু এসে যাবে সাদরে নিতে
আদরে সেই শীতল সমাপ্তির সীমানার রাত
অথবা শেষ শিহরণের কোন সকালে অথবা শীর্ণ
সন্ধ্যায় শেকল ছেঁড়া আত্মার শেকড়ে সমর্পণ..
অথবা দেখবো দুঃখ দলিত দিনের দুপুরে
অদৃশ্য দেশান্তরের দৈব দৌড়ে এক দ্রূত প্রস্থান..
বোশেখের বিদায় বেলা জানি জৈষ্ঠ্যের যাত্রা
তাই জীবন আর মৃত্যু পাশাপাশি চলার চমক
পাশাপাশি পথে পৃথক তবু সত্য আর মিথ্যারা
মিশে যায় না মিষ্টতা তিক্ততা তবু কাছাকাছি
কেমন কদর্যতার সৌন্দর্য থাকে মৃত্যুর মাঝে..!